নওগাঁর সাপাহারে বিএমএসএফ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

0
174
728×90 Banner

হাফিজুল হক সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক সারা দেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নওগাঁ জেলা শাখার নির্দেশনা মোতাবেক সাপাহার উপজেলার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ স্মারকলিপি প্রদান করেন নওগাঁ জেলা বিএমএসএফ এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাপাহার প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আলোকিত সকালের সাপাহার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, সাপাহার প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক দৈনিক উপচার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক সোহেল চৌধুরী রানা, বিএমএসএফ এর সদস্য সকালের দর্পণ সাপাহার প্রতিনিধি নাজমুল হক সনি, বিএমএসএফ এর সদস্য ও দৈনিক আজকের জনবাণী সাপাহার প্রতিনিধি এনামুল হক,বিএমএসএফ এর সদস্য বি ডি নিউজ টুয়েন্টিফোর ডটকম নওগাঁ জেলা প্রতিনিধি নবিবুর, বিএমএসএফ এর সদস্য রনি প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল্যাহ-আল-মামুন জেলা প্রশাসকের কার্যালয় সমন্বয় সভায় উপস্থিত থাকার কারণে তার কার্যালয়ে হস্তান্তরের পর উপজেলা নির্বাহি অফিসার কে অবগত করা হয়।
অপরদিকে দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এর মাধ্যমে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here