নওগাঁয় পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির মানব বন্ধন

0
105
728×90 Banner

জেলা প্রতিনিধি নওগাঁ’বৈষম্য নিপাত যাক-পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ৮০% সিডিউল রেট বৃদ্ধি মুক্তি পাক’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির বৈষম্য দূরীকরণ হক এই দাবীতে নওগাঁয় টানা ১ ঘন্টা মানব বন্ধন করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড মিনি ঠিকাদার সমিতির ঠিকাদারেরা । নওগাঁ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড ঠিকাদার সমিতি ৮০% সিডিউল রেট বৃদ্ধির জন্য মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ২ টার সময় নওগাঁ শহরের চকবিরাম নওগাঁ পল্লী বিদ্যুৎতায়ন সমিতি-১ এর কার্যালয় সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় । নওগাঁ পল্লি বিদ্যুৎতায়ন সমিতি ১ ও ২ ঠিকাদার সমিতির সভাপতি মোঃ মোজাহার হোসেন হিরার সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদুৎতায়ন বোর্ড মিনি ঠিকাদার সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ঠিকাদার মোঃ কামাল হোসেন রিপন, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ রাশেদুল ইসলাম রাজু সহ প্রমুখ । এই মানব বন্ধনে বক্তারা বক্তব্যে বলেন আমরা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সর্বদা দিন রাত কাজ করে যাচ্ছি । আমরা সিডর,আইলা,পরিমেল এমনকি করোনা মহামারির সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ সচল রেখেছি । বক্তারা আরো বলেন বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, খুলনা এবং যশোর সহ বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারণে ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন জরুরী ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করে বিদ্যুৎ সচল রাখতে আমাদের সকল ঠিকাদারের প্রতিষ্ঠান দিনরাত পরিশ্রম করে যাচ্ছে । আমাদের সকল ঠিকাদারি প্রতিষ্ঠানে হাজার হাজার জনবল দিনরাত পরিশ্রম না করলে আজ বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হতো না । বাংলাদেশের সব কিছু দাম বৃদ্ধি পায় কিন্তু আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের সিডিউলের রেট বৃদ্ধি পায় না। উল্লেখ্য থাকে যে ২৮/০২/২০১৭ ইং তারিখের সর্বশেষ রেড সিডিউল বৃদ্ধি করা হয় । আমরা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োজিত মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে অবগত করছি যে যথাযথ কর্তৃপক্ষ ( চেয়ারম্যান মহোদয়) নিকট আলাপ আলোচনা পূর্বক অতিদ্রæত আমাদের শ্রমিক নিয়ে বেঁচে থাকার তাগিদে ৮০% রেট সিডিউল বৃদ্ধির জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি । বক্তারা হুশিয়ার করে বলেন যদি আমাদের দাবি না মানা হয় অন্যস্হায় আমরা ৮০টি পল্লী বিদ্যুৎতায়ন মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো একযোগে সারা বাংলাদেশ কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো । দীর্ঘদিন ধরে চলা এসব শোষন, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে ৮০% সিডিউল রেটের দাবি আদায় এর লক্ষে এই আন্দোলন চলমান রাখার ঘোষনাও দেয় এই মানব বন্ধনে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here