নওগাঁয় পেনশন মেলার উদ্ভোধন ও কর্মশালা অনুষ্ঠিত

0
51
728×90 Banner

জেলা প্রতিনিধি নওগাঁঃ সারাদেশের ন্যায় নওগাঁ জেলাতেও দেশের সব নাগরিককে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে । এ লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনের বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ সদর অডিটোরিয়াম চত্তরে পেনশন মেলা ও হলরুমে এক কর্মশালার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (২৪ জুন) নওগাঁ সরকারি অডিটোরিয়ামে চত্বর মাঠে সকাল ১১ টায় বেলুন উড়িয়ে পেনশন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব মোঃ খোন্দকার আজিম আহমেদ এনডিসি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ । পরে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিপিএন । উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন মরজিনা আক্তার । এ আয়োজন গ্রাহক অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখবে বলে আশা প্রশন করেন বক্তরা । কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সানি সহ বি এন পির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দপ্তর প্রধান, সুশিল সমাজসহ দুইশ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here