

নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা নওগাঁর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের হাতে তুলে দেওয়া হয়েছে । এ উপলক্ষে তাদের সঙ্গে পৃথক পৃথক ভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২০ আগস্ট) বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের কক্ষে এবং পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়, সেখানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত সমস্যা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। সঠিক তথ্য তুলে ধরে সমাজকে সচেতন করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।”নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে পুলিশ সবসময় সচেষ্ট থাকবে।”সভায় বিএমএসএফ নেতারা সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা তুলে ধরে তার সমাধানে প্রশাসন ও পুলিশের সহযোগিতা চান। এরপর বিএমএসএফ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ পৃথকভাবে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের হাতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্তান্তর করেন। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সহসভাপতি এসএম মোস্তাক আহম্মেদ ও একেএম ফজলে মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করীম রাকিব, সহসাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা ও গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহম্মেদ।






