

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সদর উপজেলা ১১ নং শিকারপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের সরকারি রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগে মানব বন্ধন করেছেন শিকারপুর গ্রামের স্থানীয় জনসাধারণ গন। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার সময় শিকারপুর গ্রামের পূর্ব পাড়া তাহের দেওয়ানের পুকুর পাড়ে প্রায় তিন ৩ শত শতাধিক নারী পুরুষ মিলে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন সমাজ সেবক রাকিবুল ইসলাম। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন অত্র শিকারপুর গ্রামের, সাইদ হাসান,মালেক হোসেন, সাইদুর রহমান, আক্তার হোসেন, সেফালী বিবি আঞ্জুমান খানম সহ প্রমুখ। উক্ত মানব বন্ধনে বক্তরা বক্তব্যে বলেন শিকারপুর গ্রামের তিন মাথা বটগাছের মোড় হতে অলিমের বাড়ি এবং পূর্বপাড়া মসজিদের মোড় হতে আফতাবের বাড়ি পর্যন্ত রাস্তার পার্শ্বের বাডীর মালিকগন অবৈধভাবে রাস্তার জমি দখল করে আছেন । শুধু অবৈধ দখলই নয় উক্ত রাস্তার পাশে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত দুর্ভোগ ও বিপদজনক হয়ে পড়েছে। সাধারণ জনগণ এই বিষয়ে বারবার বলার পরও অবৈধভাবে জমি দখল কারিরা কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করে না। রাস্তার পার্শ্বে দখল কারি বিভিন্ন রকম কর্মসংস্থান তৈরি করে বসবাস করছে। যার ফলে এই বর্ষার মৌসুমে উক্ত কর্মকান্ডের ফলে রিক্সা ভ্যান দূরের কথা সাধারণ মানুষ সুষ্ঠুভাবে চলাচল করতে পারে না । এই গ্রামে প্রায় ১৫০০ শত মানুষের বসবাস,এই বর্ষার সময় হাঁটুপাদা পানিতে এবং রাস্তার গর্তে মানুষের চলাচল দুর্ভিসহ হয়ে পড়েছে । ফলে স্কুলে চলাচল ছেলে মেয়ে,বয়স্ক নারী-পুরুষদের চলাচলের খুবই অসুবিধা হয় বলে অত্র মানব বন্ধনে বক্তারা এই অভিযোগ তুলে ধরেন । এবিষয়ে গ্রামের সাধারণ জনগণ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন বলে জানা এই মানব বন্ধনে বক্তারা।






