Daily Gazipur Online

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি 

এনামুল হক: “মুজিব বর্ষের আহ্বান-তিনটি করে গাছ লাগান”। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহ্বানকে সফল ও স্বার্থক করে তুলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অবতারণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ১৭ জুলাই,রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলদ,বনজ, ঔষধিসহ প্রায় শতাধিক বৃক্ষ রোপণ করে এই কর্মসূচির অবতারণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। বৃক্ষ রোপণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, করোনাভাইরাস যদিও আমাদের সব অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়ে দিয়েছে, তবু্ও আশা করছি আমরা অচিরেই এর থেকে মুক্তি পাবো এবং আবারও সামনের দিকে এগিয়ে যাব। আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে ইতিবাচক। ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যেখানেই আছি ফলদ, বনজ ও ভেষজ- এ তিন ধরনের বৃক্ষরোপণ করি এবং সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তুলি। তবেই আমরা আগামী প্রজন্মকে দূষণমুক্ত দেশ উপহার দেওয়ার সুযোগ করে দিতে পারবো। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড.শেখ সুজন আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা আহসান হাবীব,ছাত্রনেতা শাহীন হোসেন সাজ্জাদ,আবু নাঈম আব্দুল্লাহ্,আব্দুল কাইয়ুম, মোমিন সরকার প্রমুখ। এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ এম মোস্তাফিজুর রহমান।