Daily Gazipur Online

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতেই ৬২

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১১২ জনের মধ্যে ঢাকারই ৬২ জন। বাকিরা বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৩ জন নারায়ণগঞ্জের।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্যের পর এসব তথ্য জানান তিনি।
ডা. মীরজাদী সেব্রিনা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত ১১২ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পুরুষ ৭০ জন ও নারী ৪২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ বছর বয়সের নীচে আছে তিনজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন এবং ষাটোর্ধ্ব আছেন ১১ জন।
আইইডিসিআর এর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো একজন। তিনি একজন পুরুষ। তিনি ষাটোর্ধ্ব এবং ঢাকায় মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২১ জনের।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের প্রায় ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২১ হাজার ২৫৩ জন এবং মারা গেছেন ৮৮ হাজার ৫৭০ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ৩১ হাজার ৩৫৫ জন।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। করোনার বিস্তাররোধে দেশের সব স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর।
বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব বিপণিবিতান। বন্ধ করে দেয়া হয়েছে আদালতও। এমনকি একাধিক এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।