Daily Gazipur Online

নতুন করে ঈশানা

ডেইলি গাজীপুর বিনোদন: এর আগে চলচ্চিত্র পরিচালক দেওয়ান নাজমুলের নির্দেশনায় ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী ঈশানা খান। এবার দেওয়ান নাজমুলের রচনা ও সঞ্জীব দাসের নির্দেশনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। নাটকের নাম ‘সম্পর্ক’। চলতি সপ্তাহেই রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। নাটকটিতে ঈশানা অভিনয় করছেন রাত্রি নামের চরিত্রে। এতে তার সঙ্গে আরো অভিনয় করছেন দেওয়ান নাজমুল, শেলী আহসান, রোজ, সোহান খান, স্নিগ্ধা শ্রাবণ, হীরা, রুশাসহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ঈশানা বলেন, একটি পারিবারিক গল্পের নাটক এটি। নাজমুল ভাই চেষ্টা করেছেন গল্পটিকে যথাযথভাবে তুলে ধরতে। দর্শকের ভালো লাগবে আশা করি। নির্মাণসূত্রে জানা গেছে, শিগগিরই ধারাবাহিকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।