Daily Gazipur Online

নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’ শাহজালালে এসে পৌঁছেছে

এস.এম.মনির হোসেন জীবন : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’ আজ শনিবার সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে রানওয়ে এসে এটি অবতরণ করে। ওয়াটার স্যালুটের মাধ্যমে আকাশযানটিকে স্বাগত জানানো হয়। পরে বাংলাদেশ প্রতিনিধিদল ও বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ‘সোনার তরী’র যাত্রার উদ্বোধন করেন।
এদিকে, আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় আসবে ‘অচিন পাখি’ নামের আরেকটি ড্রিমলাইনার। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (জিএম) তাসমিনা আক্তার আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, যাত্রা শুরুর আগে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’কে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বোয়িং কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন উড়োজাহাজটি গ্রহণ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট এয়ারফিল্ড থেকে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ড্রিমলাইনারটি রওনা দেয়। সোনার তরী । আজ শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সোনার তরী ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা রয়েছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।