Daily Gazipur Online

নতুন ভবন পেল গাজীপুর প্রেস ক্লাব

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সদরের রথখোলায় বৃহস্পতিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
এ সময় মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের প্রতি গণমাধ্যম কর্মীদের আলাদা দায়িত্ব রয়েছে। তাই বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে তাদের আরো যত্নশীল হতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রেস ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত এমপি বেগম শামসুন্নাহার ভূঁইয়া, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাসনা, জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন, ডিসি এস.এম তারিকুল ইসলাম, এডিসি (রাজস্ব) মো. মশিউর রহমান, এডিশনাল এসপি নন্দিতা মালাকার, এডিশনাল এসপি আবু হানিফ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন প্রমুখ।