Daily Gazipur Online

নবীনগরের সাংবাদিক এ কে এম আজিজুল ইসলাম বাচ্চু আর নেই

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নবীনগর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ কে এম আজিজুল ইসলাম বাচ্চু (৭০) শুক্রবার (২১আগষ্ট) দিবাগত রাতের আনুমানিক সাড়ে ১০ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ব্রাহ্মণবাড়িয়া -০৫ নবীনগর সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল এমপি মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন। মরহুমের প্রথম জানাজা আজ (২২আগষ্ট) বেলা ১১ টায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজা জোহর নামাজের পর মরহুমের নিজ গ্রাম সোহাতায় অনুষ্ঠিত হওয়ার পর দাফন করা হয়।