নবীনগরের সাংসদ এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত

0
515
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : এবার করোনায় আক্রান্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। মহামারি করোনায় দেশে একে একে বড় শিল্প প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। বাদ যাননি সাংসদও। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ ইতিমধ্যে সুস্থ হয়েছেন। সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন অ্যাপক্সের মালিক। তার স্ত্রী মারা গেছেন করোনায়। এস আলম গ্রুপের পরিচালক একজন মারা গেছেন। তাদের পরিবারের বেশ কয়েকজন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এনভয় গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদও আক্রান্ত হয়েছেন। করোনায় মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, দৈনিক আল আমীন সম্পাদক, মোনা গ্রপের চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন ।
করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল বলে তার বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন।
মঙ্গলবার রাতে তিনি বলেন, পাঁচ দিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তারপর থেকে সে বাসায়তেই চিকিৎসা নিচ্ছে। এখন ভালো আছে।
এবাদুল করিম বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও আবাসন খাতের প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
বিকন ফার্মা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি ২০০টিরও বেশি জেনেরিক ওষুধ এবং ক্যান্সারের ৬৫টি ওষুধ উৎপাদন করে।
বীকন ফার্মা ক্যান্সারের ওষুধ রপ্তানি করে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকাতে বিকনের পণ্য যায়।সাংসদের পিএ মোক্তার সিকদার আজ বুধবার জানান বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
মোক্তার সিকদার জানান, সাংসদ এবাদুল করিম বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে তাঁর করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এদিকে সাংসদের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সর্বত্র গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে তিনি ‘অসুস্থ’ আছেন এই মর্মে ফেসবুকে ব্যাপক প্রচার করা হয়। এরপর থেকেই উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে তাঁর আশু রোগমুক্তি কামনায় প্রায় প্রতিদিনই নবীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সাংসদ এবাদুল করিম বুলবুলের বর্তমান শারীরিক অবস্থা বেশ ভালো আছে বলে জানিয়েছেন তাঁর পিএ মোক্তার সিকদার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here