Daily Gazipur Online

নবীনগরে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রোববার রাত আনুমানিক ১০ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবার, ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসদরের নারায়নপুর গ্রামের প্রবাসী ইয়ার হোসেন মৃধার রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ ইয়ার হোসেনের স্ত্রী রুমা আক্তার বলেন, অগ্নিকান্ডে আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের টিম লিডার হুমায়ূন কবির বলেন, ধারণা করা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় কাউন্সিলর দাউদ আলম শ্যামল, আল মামুন ও সাবেক ছাত্রনেতা পারভেজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।