
আমজাদ হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বড়াইল ইউনিয়নের সমাজসেবক উপজেলা বিএনপি সিঃসহসভাপতি মো.সাইদুল হক সাঈদের ব্যাক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস দুর্যোগে যে সমস্ত অসহায় খেটে খাওয়া রিস্কাচালক,দিনমজুর,গরিব,দুঃস্থ গৃহবন্দী রয়েছে এমন ৬০টি পরিবারের মাঝে ৫ কেজী চাউল,১কেজী ডাল,২কেজী আলু,১কেজী পেঁয়াজ ও হ্যান্ড গ্লাভস ও সাবানসহ একটি প্যাকেট তুলে দেওয়া হয়। আজ শুক্রবার (০৩/০৪)নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, ১৫০০ হাজার পরিবাররের প্রথম পর্যায় এ ত্রান দেওয়া হবে এবং চেষ্ঠা করবো উপজেলার প্রতিটি ইউনিয়নে সহায় মানুষদের পাশে দাড়াঁতে। এ সময় স্থানীয় বিএনপি নেতা আশরাফুল হোসেন রাজু,আসাদুজ্জামান দুলাল,মোঃ ইউনুছ,দেলোয়ার হোসেন সোহেল,এম এ কাহার সরকার,মোসলেম মিয়া, হাসিবুল হাসান,সুমন আলম,ফারুক মিয়া ও আবু হানিফ মোল্লা, লিটন মেম্বারসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।






