Daily Gazipur Online

নবীনগরে করোনা অসহায় পরিবারের মাঝে ইউএনও’র দুধ বিতরণ

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা করোনায় অসহায় শ্রমজীবী মানুষের মাঝে তাদের বাড়ি বাড়ি গিয়ে দুধ বিতরণ করে এক ব্যক্তিক্রমী উদ্যোগের সুচনা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। রবিবার সরকারের ত্রান সহায়তার পাশাপাশি নিজ উদ্যোগে উপজেলার ১০০ পরিবারের মাঝে প্রতিটি পরিবারে তাদের বাচ্চাদের জন্য পুষ্টি’র নিশ্চয়তায় এক লিটার করে এ দুধ বিতরণ করেন। পৌর এলাকার করিমশাহ্, ভোলাচং ঋষিপাড়া ও জিদনপুর বেদে সম্প্রদায়ের মাঝে নিজ উদ্যোগে সরবরাহকৃত দুধ ও সরকারের খাদ্য সামগ্রীর বিতরণ করেন। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, আমার মনে হয়েছে এ সময় ওইসব পারিবারে শিশুদের জন্য এ দুধ খুবই প্রয়োজন যেহেতু দুধে সকল পুষ্টি বিদ্যমান রয়েছে, পাশাপাশি করোনার কারনে হাট বাজার বন্ধ থাকায় দুদ্ধ খামারীরা তাদের দুধও বিক্রী করতে পারছে না তাদেরও কিছু সহায়তা হলো। আমরা যার যার অবস্থান থেকে সরকারের পাশাপাশি অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে এসব পুষ্টিকর খাবার বিতরণ করি তাহলে খেটে খাওয়া মানুষ উপকার হবে। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসানসহ প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।