নবীনগরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

0
255
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মো. রায়হান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নবীনগর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবকের মৃত্যু হয়। পিতার নাম মোখলেছুর রহমান বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বলিবাড়ি গ্রামে। নবীনগর উপজেলার সীমানাসংলগ্ন বলিবাড়ি গ্রামের ওই যুবক কাশি,শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোশরাত ফারখান্দা জেবিন জানায়, তাকে এক্সরে সহ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষায় তার নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। পরবর্তীতে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা যাওয়ার জন্য এম্বুলেন্সসহ সব কিছু রেডি করার পর এম্বুলেন্সে ওঠানোর আগেই দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ছিল কি না সেটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে সেটি ঢাকা পাঠানো হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, এটি করোনার লক্ষন ছিল কিনা তা পরীক্ষা না করা পর্যন্ত বলা যাচ্ছে না ,আমরা তার নমুনা সংগ্রহ করেছি,পরীক্ষার জন্য পাঠানো হবে এবং মুরাদনগর উপজেলার প্রশাসন ও তার বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে, ইসলামী ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী তার দাফন কাফনের ব্যবস্থা করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here