নবীনগরে চেয়ারম্যানের মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0
110
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জোড়া খুনের মামলার অন্যতম আসামী উপজেলার সাতমোড়া ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোঃ মাছুম রানা’র উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরামের উদ্যোগে আজ রবিবার( ১৪ মার্চ) প্রেসক্লাব চত্বর প্রাঙ্গনে ফোরামের সভাপতি চেয়ারম্যান ফিরোজ মিয়ার সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। ২০১৭ সালের ১ মার্চ উপজেলার জগন্নাথপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হন বিজিবির সাবেক সদস্য ইয়াছিন মিয়া ও তার ভায়রা ভাই খন্দকার এনামুল হক। নিহতদের স্বজনের অভিযোগ, মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও তার সহযোগীরা ইয়াছিন এবং এনামুলকে খুন করেন। এনামুলের স্ত্রী তাসলিমা বেগম ২৬ জনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। বিচারক মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।
সিআইডির তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ ২৮ জনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৮ মার্চ/২১ চেয়ারম্যান মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।এ মামলাটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দাবী করে চেয়ারম্যানের মুক্তির দাবীতে চেয়ারম্যান ঐক্য ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,আ’লীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব,জেলা পরিষদ সদস্য নূরুন্নাহার বেগম, চেয়ারম্যান মৌসুমী বারী,আজাহার হোসেন জামাল,আমির হোসেন বাবুল,আবু মোছা, রুহুল আমীন,এনামূল হক,আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিনসহ স্থানীয় আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here