Daily Gazipur Online

নবীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম ভূইঁয়া, সহকারী শিক্ষা অফিসার মতিয়ার রহমান, সহকারী শিক্ষা অফিসার শিউলি কর, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।