Daily Gazipur Online

নবীনগরে তথ্য আপা’র উদ্যোগে উঠান অনুষ্ঠিত

আমজাদ হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বানিয়াচং কাজী বাড়িতে বুধবার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়)এর আওতায় উঠান বৈঠক ও শ্যামগ্রাম ব্লাড ডোনার্সের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ডা. তৌফিকা তামান্না সূচি।শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা নাছিমা বেগম,আশেকি আক্তার,সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা আক্তার,শারমিন আক্তার, মোশারফ হোসেন মেম্বার,রুহুল আমিন আবির,ফজলে রাব্বী,টিপু শেখ মির্জা,প্রমুখ।অনুষ্ঠানে ৬০জন ব্যাক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।