Daily Gazipur Online

নবীনগরে দায়েমী ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ

আমজাদ হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা দিবস দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে ইব্রাহিমপুর সূফি আজমত উল্লাহ (রঃ) এতিমখানা প্রাঙ্গণে এ সামগ্রী বিতরণ করা হয়।
দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার পাড়ভেজ আহমেদ, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, দায়েমী ফাউন্ডেশনের সহ-সভাপতি নোমান চৌধুরী, এতিমখানার বিদায়ী তত্ত্বাবধায়ক জমির হোসেন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম, প্রভাষক শরীফুল ইসলাম, প্রভাষক হুমায়ূন কবির, প্রভাষক কাজী নাসির উদ্দিন, সাংবাদিক গোলাম মোস্তফা, সাংবাদিক কামরুল ইসলাম, দায়েমী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ আতাউল্লাহ উজ্জ্বল, ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি এতিমখানা শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, বডি সোপ, লন্ড্রি সোপ, টুথ পেস্ট, টুথ ব্রাশ, বিতরণ করেন।
অনুষ্ঠানে এতিমখানার তত্তাবধায়কের বিদায়ী মানপত্র পাঠ করা হয়। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান ভূঁইয়া।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দায়েমী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতায়ে দায়েম সৈয়দ মাহমুদ উল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরবি প্রভাষক আনোয়ার হোসাইন।