Daily Gazipur Online

নবীনগরে নদী ভাংগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আমজাদ হোসেন, নবীনগর থেকে : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা, মুক্তারামপুর, নূরজাহানপুর ও সোনাবালুয়া গ্রামের নদী ভাঙ্গন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বড়িকান্দি বাধেঁ এ প্রল্পের ভিত্তি প্রস্তার স্থাপন করেন তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য এবাদুল করিম বুলবুল এমপি।
উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বাড়িকান্দি বাধঁ থেকে এমপি টিলা পর্যন্ত দুই হাজার সাত শত মিটার এ বাধঁ নির্মানের ব্যায় ধরা হয়েছে ৭১ কোটি ৯ লক্ষ ৯৫ হাজার টাকা । আগামী জুলাই মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন কৃর্তৃপক্ষ।এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লার বাপাউবো তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনিশক্তি মন্ত্রনালয়ের সাবেক মহাপরিচালক মাহবুবর রহমান,উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মেয়র অ্যাডভোকেট শীব শংকর দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, বড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ হারুত, আ’লীগ নেতা মাইনুল হোসেন সিকদার, মো. লুৎফুর রহমান লাল মিয়া প্রমূখূ।