নবীনগরে পঁচা মাংস বিক্রির দায়ে কসাইয়ের কারাদণ্ড

0
125
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পঁচা ও নষ্ট মাংস বিক্রি করার দায়ে মাংস বিক্রেতা মো. আরিফ মিয়া (৩০) কে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০২ মার্চ) দুপুরে উপজেলার সলিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মোশারফ হোসাইন।
আরিফ নরসিংদী জেলার রায়পুরা থানার লক্ষীপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সলিমগঞ্জ বাজারে পঁচা ও নষ্ট মাংস বিক্রি করতেছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে এসময় উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি মাংসের গুণগত মান পরীক্ষা করে পঁচা ও নষ্ট মাংসের সতত্যা পাওয়ায় মাংস বিক্রেতাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here