Daily Gazipur Online

নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাস্কৃতিক প্রতিষ্ঠান পালন করেছে নানা কর্মসূচি। এ উপলক্ষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা সদরে “আহলে সুন্নাত ওয়াল জামাতের” উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নবী প্রেমী হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান মিলনায়তনে উপজেলা আহ্লে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি অধ্যক্ষ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এমএ মতিনের সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, জেলাপরিষদ সদস্য বুরহান উদ্দিন নসু, আ.লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, ধর্ম বিষয়ক সম্পাদক জিএস শফিকুর রহমান, পীর মাশায়েখ, বিশিষ্ট আলেমেদীন, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। মহানবী (সা.) এর মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করা হলে মুসলমান সমাজ ঐক্যবদ্ধ হতে সময় লাগবেনা। বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বয়কট করার জন্য সরকারের প্রতি দাবি জানান। পরে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।