Daily Gazipur Online

নবীনগরে পূর্বে শত্রুতায় মা ও ছেলে মেয়েকে হাত পা ভেংগে হাসপাতালে পাঠিয়েছে সন্ত্রাসীরা, গ্রেফতার -২

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউরফতেহ্পুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে পারিবারিক সম্পত্তির বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে সম্পত্তি দখলের চেষ্ঠায় এবং হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা মা ও ছেলে মেয়েকে মারধর করে হাত ভেংগে হাসপাতালে পাঠিয়েছে। আহতরা হলেন মা লিপি বেগম(৩৫),ছেলে শাকিবুর রহমান(১৭),মেয়ে সুমি আক্তার(১৬)। এই হামলায় আহত গৃহবধু লিপি বেগম স্বামী নুরুল হক সোমবার (২৫/১১) রাতে দেবর ভাসুরসহ ৬জনকে আসামী করে মামলা করেন। আসামীরা হলেন কামাল মিয়া(৩৫),কাদির মিয়া(৫০),মুনতাহার আক্তার(১৯), মর্জিনা বেগম (৩৫), খালেদা বেগম (২৮), কমলা বেগম(৬০)। মঙ্গলবার (২৬/১১) মামলাটি এফআইআর হলে পুলিশ ওই রাতেই দুইজন আসামী কামাল ও কাদিরকে গ্রেফতার করে। গতকাল বুধবার(২৭/১১)আসামীদের জেলা হাজতে প্রেরন করা হয়।
সুত্র জানায়, পারিবারিক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে দির্ঘদিন ধরে। বিষয়টি নিয়ে অনেক দেন দরবার হয়েছে থানায় বসেও মিমাংসা হয়েছে কিন্তু কোন মিমাংশাই মানছেন আসামীরা। গত শনিবার পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লিপি বেগমের পরিবারের উপর দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা ও লুটপাট চালানো হয়। হামলায় লিপি বেগমের ডান হাতের আঙ্গুল ভেংগে যায়। আশে পাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। হাসপাতালের ডাক্তার হাবিবুর রহমান(টিএইচও)বলেন, এদেরকে ভর্তি করা হয়েছে এবং লিপি বেগমের হাত প্লাষ্টার করা হয়েছে,প্রত্যেকেই চিকিৎসাধীন রয়েছেন।