নবীনগরে প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা,ইমাম গ্রেফতার

0
180
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু ওলাইয়া খানকা শরিফের তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম(৪৮)এর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (০৮ জানুয়ারী) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাওলানা সিরাজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে। পৌর এলাকার ভোলাচং গ্রামের ওই প্রবাসী স্ত্রী বাদী নবীনগর থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, খানকার তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম লোকজনকে ঝাড়ফুঁক দিতেন। এই খানকা আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ সমবেত হয়। পাশের গ্রাম ভোলাচং গ্রামের এক প্রবাসীর স্ত্রীও এই খানকায় ঝাড়ফুঁকের জন্য আসা যাওয়া করতেন। ওই মাওলানা গ্রামের সহজ সরল ধর্মান্ধ নারীদের নানা কলা কৌশলে ফেলে অনৈতিক কাজ করতেন। ওই প্রবাসীর স্ত্রীর’ও তার ওই ফাঁদে পা দেয়। এক পর্যায়ে ওই প্রবাসী নারী অন্তঃসত্ত্বা হয়। বিষয়টি কানাঘুষায় সমাজে ফাঁস হয়ে যায়।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, বৃহস্পতিবার সারাদিন স্থানীয়দের এই ঘটনায় কানাঘুষা ও উত্তেজনা বিরাজ করছিল এ খবর জানতে পেরে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খানকার তত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলামকে সন্ধ্যায় আটক করে। রাতেই ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মামলা করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here