Daily Gazipur Online

নবীনগরে প্রান্তিক মানুষদের নিয়ে হিলিপের দিনব্যাপী কর্মশালা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তৃনমূল পযায়ে প্রান্তিক কৃষক, মৎস্যজীবি, গবাদী পালনকারি, বিল ব্যবহারকারি সংগঠক ও খেটে খাওয়া জনগোষ্ঠীকে নিয়ে সোমবার (২৫জানুয়ারী) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হিলিপ প্রজেক্টের দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নিয়ন্ত্রনাধীন হাওয় অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প(হিলিপ)এর এ অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামূল সিদ্দিক। কর্মশালায় নবীনগরে হিলিপের গ্রামীন প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে চিত্র তুলে ধরে ৪১ মিশনের অধিকতর উন্নয়নের দিক নির্দেশনা অবহিত করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নূরুল ইসলাম। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন,সিঃ মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ শামীম আহম্মেদ, হিলিপ প্রজেক্টের কর্মকর্তা শংকর চন্দ্র সুত্রধর,মো. নুরুল আমীন, মো. জাকির হোসেন,মো. হারুনুর রশিদ ভূঁইয়া, মো. রেজাউল করিম, মো. রাশেদুল হাসান, প্রেসকাব সভাপতি মাহাবুব আলম লিটন।