নবীনগরে বাবার লাশ দাফন করে পরীক্ষায় অংশনেয়া আমিরুল গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

0
355
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবার লাশ দাফন করে সব কষ্টকে আড়াল করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা সেই আমিরুল ইসলাম গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জানা যায়, পরীক্ষার আগের দিন বিকেলে পরীক্ষার আসন বিন্যাস দেখতে গিয়ে স্কুলের গেইটের নামফলক ধ্বসে পড়ে নিহত হন তার বাবা খোরশেদ আলম (৬৮)। রবিবার ফলাফল প্রকাশ হলে কান্নাজনিত কণ্ঠে আমিরুল বলেন, আজ আমার বাবা বেচে থাকলে কতই না আনন্দিত হত। এ ব্যাপারে সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, এবারের এসএসসি পরীক্ষায় আমার বিদ্যালয় হতে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এর মধ্যে আমিরুল ও জিপিএ-৫ পেয়েছে।সে একজন মেধাবী ছাত্র তার জন্য সবাই দোয়া করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here