নবীনগরে বিদ্রোহী-৭,নৌকা-৫,বিএনপি-১

0
245
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে । ১৩টি মাঝে ৫টি নৌকার প্রার্থী ৭টি বিদ্রোহী প্রার্থী ও ১টি বিএনপি সতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। নবীনগর পূর্ব ইউপি মোঃ হেলাল উদ্দিন (বিএনপি সতন্ত্র) শ্রীরামপুর ইউপি মোঃ কাজী জাকি উদ্দিন আহম্মেদ (বিদ্রোহী) লাউরফতেহপুর ইউপি-জাহাঙ্গীর আলম(বিদ্রোহী),ইব্রাহিমপুর ইউপি-মো.আবু মোছা (আ’লীগ),সাতমোড়া- মোঃ জসিম উদ্দিন (আ’লীগ),রছুল্লাবাদ ইউপি-মোঃ খন্দকার মনির হোসেন(বিদ্রোহী),নবীনগর পশ্চিম ইউপি-মো. নুর আলম (নুর আজ্জম) (বিদ্রেুহী) ,শ্যামগ্রাম ইউপি-শামছুজ্জামান খান মাসুদ, (আ’লীগ), বড়িকান্দি ইউপি-লুৎফর রহমান লাল মিয়া(আ’লীগ)বিনা প্রতিদ্বন্ধীতায়, ছলিমগঞ্জ ইউপি-আশিকুর রহমান সোহেল(বিদ্রোহী), রতনপুর ইউপি-গোলাম মোস্তফা মারুফ(বিদ্রোহী) ও বীরগাঁও ইউপি-আনোয়ার হোসেন(আ’লীগ),ও জিনদপুর ইউপি-মোঃ রবি উল্লাহ রবি (বিদ্রোহী)। এদিকে জামানত বাজেয়াপ্ত হয়েছেন ৩২জন, ইসলামী আন্দোলনের ৬ প্রার্থী,জাসদের ২ প্রার্থী, জাকের পার্টির ১ প্রার্থী, কমিউনিষ্ট পার্টি ১ প্রার্থী ও সতন্ত্র ২২।অন্যদিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের এলাকায় নৌকার প্রার্থী মোঃ সৈয়দ্দুজ্জামান চতুর্থ স্থান ও লাউর ফতেহপুর ইউনিয়নের নৌকার প্রার্থী মোঃ মজিবুর রহমান তৃতীয় স্থান অর্জন করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here