নবীনগরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা

0
164
728×90 Banner

আমজাদ হোসেন, নবীনগর থেকে : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় নবীনগর পৌর বাজারে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয় করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন ব্যবসায়িকে অর্থ দন্ড প্রদান করা হয়।আজ শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোশারফ হোসাইন । এসময় তিনি বাজার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় এবং অবৈধভাবে অতিরিক্ত তেল মজুদ করায় তিনজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ লঙ্ঘনের দায়ে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এবং তিন জন ব্যবসায়ীর তাদের নিকট মজুদকৃত প্রায় পাঁচ হাজার লিটার সয়াবিন তেল বাজার মূল্যে বিক্রয় করবে মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করলে তাদের অর্থ দন্ড প্রদান করে ছেড়ে দেয়া হয়।এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোশারফ হোসাইন জানান, সয়াবিন তেল সহ বাজারদর নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here