Daily Gazipur Online

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আমজাদ হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবা‌ড়িয়ার নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষা ফাউ‌ন্ডেশন কর্তৃক অা‌য়ো‌জিত বেসরকারী পর্যায়ে দেশের অন্যতম বৃহৎ শিক্ষাবৃত্তি ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি পরীক্ষা- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(১৮/১০) লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ, ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় ও লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে দশটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৪৬টি হাই স্কুল, ১৬২টি প্রাইমারী স্কুল, ৩৬টি কিন্ডারগার্টেন, ১৪টি মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির মোট ২১২০ জন মেধাবী শিক্ষার্থী এতে অংশ নেয়।
প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন- ফাউ‌ন্ডে‌শনের প্রতিষ্ঠাতা জন‌নেতা শিক্ষানুরাগী ব্যা‌রিস্টার জাকির অাহাম্মদ। তি‌নি বলেন- শিক্ষা সমৃদ্ধি নবীনগর গড়ার লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে বিগত ২০১২ সাল থে‌কে এ বৃত্তি পরীক্ষার অায়োজন করা হ‌য়েছে।
এতে মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যৎতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কা‌জে অংশ নেবে এটাই অামার স্বপ্ন। বিশেষ অতিথি ছিলেন- নবীনগর সা‌র্কেল অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. মেহেদী হাসান, ‌পুলিশ পরিদর্শক রাজু আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ফারুক আহমেদ, ব‍্যাংকার আরিফ সরকার। এছাড়া বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠানের শিক্ষক, স্হানীয় সাংবা‌দিক নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ সৈয়দ অাবদুল কাইয়ুম। পরীক্ষা প‌রিচালনায় ছি‌লেন ফাউ‌ন্ডেশ‌নের প্রধান সমন্বয়কারী মোঃ বোরহান উ‌দ্দিন।