Daily Gazipur Online

নবীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। রবিবার (১২ জুলাই) আনুমানিক রাত ০৮ টার দিকে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মনির হোসেনের ৩ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের নিচ তলায় মোহন হার্ডওয়্যার স্টোরে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় ১ ঘন্টা প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। জানা যায় পথচারীরা আগুনের ধোয়া দেখে আগুন লাগার ব্যাপারটি টের পায়। তখন দোকান বন্ধ ছিল মুহুর্তেই আগুন ধাও ধাও করে জ্বলতে থাকে। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পাশ্ববর্তী মুরাদনগর উপজেলা হতে ফায়ার সার্ভিসের টিম আনার ব্যবস্থা করেন কিন্তু ফায়ার সার্ভিস পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে। আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনটি এখনো চালু না হওয়ায় সাধারণ মানুষকে প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যাপক ব্যগ পোহাতে হয়েছে। নদীতে ড্রেজারের বালি তোলার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রনে আনতে সহযোগিতে করেন। স্থানীয়রা অভিযোগ করেন আগুনের লেলিহান এতোটাই ভয়কংর ছিলো যে কেউ কোনভাবেই আগুনের সামনে যেতে পারছিলো না। ফায়ার সার্ভিস স্টেশনটি যদি চালু থাকতো তাহলে এতো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটত না। অগ্নিকান্ডের খবর পেয়ে নবীনগর পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস ঘটনাস্থল পৌছে আগুন নিভানোর জন্য নদীতে থাকা ড্রেজারের ইঞ্জিনের মাধ্যমে পানির ব্যবস্থা করেন। তিনি নবীনগরের ফায়ার সার্ভিস স্টেশনটি মাননীয় সাংসদের সাথে আলোচনা করে দ্রুত চালুর ব্যবস্থা করা হবে বলে জানান।