Daily Gazipur Online

নবীনগরে মন্দির নির্মাণে বাধাঁ

নবীনগরে মন্দির নির্মাণে বাধাঁনবীনগর(ব্রা‏হ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রী শ্রী মাঁতা বরদেশ্বরী নাট মন্দির নির্মান নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মন্দির নির্মানের সম্প্রসারণ কাজের বালু ভরাটের পাইপ মন্দির নির্মান স্থানে ঢুকার সময় কিছু মহিলারা হাতে ঝাড়ু নিয়ে বাধাঁ দেয়। উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধাক্কা ধাক্কির ঘাটনা ঘটে। নিজস্ব সম্পত্তি দাবী করে রঞ্জিত ভৌমিক তার লোকজন এ বাধাঁ দেন। পরে এলাকার চেয়ারেম্যান আমীর হোসেন বাবুল ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সুত্র জানায়, ওই অঞ্চলের জমিদার শ্রী হরকিশোর রায় বাহাদুর এর ২.৫৫ একর সম্পত্তি দেবোত্তর সম্পতি পতিত রয়ে যায়। জমিদার বাহাদুর জীবিত থাকাবস্থায় ১২৮০ বাংলা খ্রিঃ শ্রী শ্রী বরদেশ্বরী মন্দির তার জায়গার উপর প্রতিষ্ঠা করেন। সম্প্রতি ওই মন্দির কমিটির সভাপতি সত্য রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক লিটন কুমার নাগ এর নেতৃত্বে উক্ত মন্দিরের পাশ্ববর্তী স্থানে নাট মন্দির নির্মানের উদ্যোগ নেওয়া হয়। হিন্দু সম্পাদায়ের ধর্র্মী আচার অনুষ্ঠানের পরিচালনার জন্য মন্দির সম্প্রসারণসহ নাট মন্দির নির্মানে এলাকার জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিদের সহায়তায় প্রায় ১০ কোটি টাকার এ প্রজেক্ট দেড় বছর আগে শুরু হয়। উক্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি।
রঞ্জিত ভৌমিক দাবী করেন,জমিদারের উক্ত সম্পত্তির মাত্র ২২ শতাংশ জায়গা মন্দির নামে রয়েছে। বাকি জায়গা আমাদের পরিবারের সদস্যদের নামে বিএস খতিয়ানভ’ক্ত হয়। মন্দিরের ২২ শতাংশ জায়গা মন্দির নির্মানের আমাদের আপত্তি নেই । এর বাইরের জায়গা আমরা কোন কাজ করতে দেব না।
মন্দির কমিটির সভাপতি সত্য রঞ্জন সাহা বলেন,তারা কোন জমিদারের কোন বংশদর নয়,জমিদারের কোন বংশদর নেই,পুরো সম্পত্তি দেবোত্তর সম্পত্তি । জমিদার নিজেই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। রঞ্জিত ভৌমিকের পিতা বিপীন চন্দ্র ভৌমিক ছিলেন জমিদারের খাত পেয়াদা। দীর্ঘসময় মন্দির পরিচালনা ভার তাদের উপর ছিল। সেই সুযোগে কলা কৌশলে অতি গোপনে বিএস-এর ২২ শতাংশ মন্দিরের নামে দিয়ে বাকি সম্পাত্তি তাদের পরিবারের সদস্যদের নাম অন্তভুক্ত করে ফেলেন। এদের পিছনে এলাকার কিছু প্রভাবশালী মহল কাজ করছেন। এ নিয়ে মামলা চলমান রয়েছে। আর এ মন্দির নির্মান ও সম্প্রসারন কাজ প্রায় দেড় বছর আগে শুরুর সময় তারা বাধাঁ দেয়নি।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। ধর্মীয় এ প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে স্থানীয় সংসদ সদস্যসহ অনেকেরই সহায়তা রয়েছে। আইনী বিষয়সহ সার্বিক বিষয়ে সমাধানের চেষ্ঠা চলছে। আইন শৃংখলা নিয়ন্ত্রনে পুলিশের সার্বিক প্রস্ততি রয়েছে।