Daily Gazipur Online

নবীনগরে মাস্ক ব্যবহার না করায় আর্থিক জরিমানা

মো. আমজাদ হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে বুধবার (২২জুলাই) স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে পৃথক ৫ টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন পথচারী, পরিবহণ শ্রমিক ও যাত্রীদের ৫ হাজার ৫ শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম। তিনি জানান, শর্তসাপেক্ষে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে গত ৩১ মে থেকে সরকার সারাদেশে লকডাউন শিথিল করেছেন কিন্তু স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছেন না নবীনগরের জনসাধারণ। ফলে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা দিনদিন বেড়েই চলছে।
আর তারই ধারাবাহিকতায় পৌরসদরের পাশাপাশি আগামীতে উপজেলার বিভিন্ন এলাকায়ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। এ সময় নবীনগর থানার এসআই জসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জনসাধারণকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।