Daily Gazipur Online

নবীনগরে মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিকান্ড

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদর এলাকার মধ্যপাড়ায় বৃহস্পতিবার (২৯/০৭) সন্ধ্যায় বীরমুক্তিযোদ্ধ শহিদ মিয়া’র বাড়িতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি চার চালা টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। আর ওয়ান ৫ মটরসাইকেল,নগর৭০ হাজার,আসবাবপত্র ও মুক্তিযোদ্ধার সনদসহপ্রয়োজনীয় কাগজপত্র এবং মূল্যবান কাপড় চোপড়সহ আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। খবর পেয়ে ফাইয়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত। বাড়ির মালিকের পুত্রবধু নিলুফা ইয়াসমিন জানান,গ্যাস পাইভে লিক থাকায় সিলিন্ডারে দুধ গরম করার সময় হঠাৎ চুলা থেকে গ্যাস পাইভে আগুন লেগে যায় ।
ফায়ার সার্ভিস টিমের প্রধান সাব অফিসার মো. সামছুল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা হয়। গ্যাস সিলিন্ডার পাইভ থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত । এতে নগদ টাকা মরটরসাইলসহ আনুমানিক প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়।