Daily Gazipur Online

নবীনগরে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের দূর্গারামপুর গ্রামে উপজেলা সদর-বাইশমৌজা বাজার সড়কের রাস্তার মাঝখানে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নির্মাণের ফলে জনচলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি নবীনগর জোনাল অফিসের আওতায় পুরাতন রাস্তাটি নবীনগর উপজেলার দূর্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের রাস্তার মুখে মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে। ফলে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও যেকোনো ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।
স্থানীয় লোকজনের দাবি, পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা ওই সময়ে গাফিলতি করে নতুন রাস্তার মাঝামাঝি স্থানে বিদ্যুতের লাইনটি স্থাপন করেন। বর্তমানে ওই লাইনটি রাস্তার পাশে সরিয়ে দিতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, হাসানুর রহমান ও মোটরসাইকেল চালক আব্দুল বাছির বলেন, বহু পুরাতন এই রাস্তার উপরে পল্লী বিদ্যুৎ এর খুটি স্থাপনের ফলে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও উপজেলার সবচেয়ে বড় হাট বাইশমৌজা বাজারে যানচলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। দ্রুত বিদ্যুতের খুটিটি স্থানান্তরে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম পলক সাহা বলেন, ‘স্থানীয় কেউ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে খুটিটি স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।