নবীনগরে শিক্ষার্থীদের টিকা প্রদানে বিশেষ ক‍্যাম্পেইন অনুষ্ঠিত

0
118
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের করোনা সুরক্ষায় টিকা প্রদানে ক‍্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ৪টি কেন্দ্রে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬,৯৬২ জন শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়।
ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসা টিকা কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সু-শৃঙ্খল ভাবে দীর্ঘ লাইনে টিকা গ্রহণ ক‍রেছে।
শিক্ষার্থীরা জানায়, টিকা নেওয়ার আগে ভয় ছিল। কিন্তু টিকা নেওয়ার পর সে ভয় কেটে গেছে। টিকা নিতে পেরে আমরা খুবই খুশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান,
প্রচণ্ড ভিড়ে দীর্ঘ সময় অপক্ষোর কারণে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে টিকাকেন্দ্র বাড়ানো হয়েছে।
টিকা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী ও সহকারী অধ্যাপক আই কে ইব্রাহীম উপস্থিত ছিলেন।
টিকা কার্যক্রমে নিয়োজিত ছিলেন, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ইলিয়াছ জাবেদ, আব্দুল মতিন, সঞ্জয় সূত্রধর, সীমা আক্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here