Daily Gazipur Online

নবীনগরে সানী হত্যার প্রতিবাদে মানববন্ধন

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলার পৌর এলাকার ভোলাচং গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল হাসান সানী (২৮)হত্যার প্রতিবাদে রবিবার এলাকাবাসি মানববন্ধন করেছে।


নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে ভোলাচং নতুন বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গত বুধবার উপজেলার শ্রীরামপুর গ্রামের কাচারী বাড়ি মোরে শ্রীরামপুর গ্রামের ইসমাহিল মিয়ার ছেলে জীবন মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিল সানি। টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জীবন মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। বক্তারা এ নির্মম হত্যাকান্ডের দ্রুত আসামীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তিুর দাবী জানান। মানাববন্ধন শেষে সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, পার্থ রঞ্জন পাল, গোলাম মাওলা ভূইয়া,মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, তুষার কান্তি দাস টিটু, হারিুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, হরমুজ সরদার প্রমূখ। উল্লেখ্য নিহত সানির পিতা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বাদী এজাহার নামীয় জীবন মিয়া, রবিন ,ইব্রাহিম,রোবেল ও অজ্ঞাত নামা আসামী করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।