নবীনগরে সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0
75
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহ্বাজপুর গ্রামের মিডেল পয়েন্টে গত বুধবার সন্ধ্যায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় রোধ ছিল এ সভার উদ্দ্যেশ্য। ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মামুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীরমুক্তিযোদ্ধা মোঃ নসু মিয়া, সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক ফজলে আলী, স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু খায়ের, সমাজসেবক আব্দুল করিম ধন মিয়া, সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন শিরু, মনির হোসেন, ফায়জুর রহমান রিপন, শাহজাহান সিদ্দিক, মোঃ পরেশ মিয়া, মোঃ অবিদ মিয়া, ছাত্রলীগনেতা তোফাজ্জল হোসেন সাগর প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকার পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে। পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জনগণকে নিজ এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিয়ে, যৌতুকসহ অন্যান্য সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here