Daily Gazipur Online

নবীনগরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

আমজাদ হোসেন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীননগর উপজেলার সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষের মাছে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনলাইন ভিক্তিক একটি সেবামূলক সামাজিক সংগঠন“একতাই শক্তি একতাই বল আমরা একদিন করবো জয়” নবীনগর ইউনিট পথশিশু, ভিক্ষুক, নিম্ন আয়ের ৩০০ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে। এতে প্রধান অতিথি ছিলেন,নারী জাগরনের অগ্রদুত মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ইংরেজী বিভাগ শিক্ষক সাব্বিনা ওসমান। সভাপতিত্ব করেন সংগঠনের নবীনগর ইউনিটের সভাপতি নারী নেত্রী হনুফা বেগম সোহাগী। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, ঢাকা আইডিয়াল হোমস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তৌফিকুল ইসলাম, সিটিভির সিও রবিন সাঈদ,মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তান কমান্ডের সেক্রেটারী আবু কাইছার, ছাত্র নেতা রাজিব আহম্মদ ।