Daily Gazipur Online

নবীনগরে ‘হোপের’ পিঠা উৎস অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও ‘হোপ’ কার্যালয়ে বুধবার সন্ধ্যায় পিঠা উৎসবের আয়োজন করা হয়। পৌর এলাকার আলিয়াবাদে অবস্থিত ‘হোপ’ কর্তৃক পিঠা উৎসবে হোপ নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, নবীনগর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ম্যানেজার মো. শহিদুল্লাহ, দুপক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেস ক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, আ.লীগনেতা নাছির উদ্দিন ও ফাতেমা জুহেরা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক, রাজনিতিবীদ, ব্যাংকার, ব্যাবসায়ী, মুক্তিযোদ্ধ , প্রশাসনের সকল কর্মকর্তা সহ প্রেস ও ইলকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দু। উল্লেখ যে এই পিঠা উৎসবে এনজিও কর্মীরা ৪১ জাতের পিঠা তৈরী করে পরিবেশন করেন।