Daily Gazipur Online

নবীনগরে ৫ শতাধিক কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ব্যারিস্টার জাকির

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রায় ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহাম্মদের ব্যক্তিগত উদ্যোগে তার নিজস্ব লোকজন এসব খাদ্যসামগ্রী বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে দেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল
৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি পেয়াজ ও ১ টি হাত ধোয়ার সাবান।
ঢাকা থেকে টেলিফোনে ব্যারিস্টার জাকির আহাম্মদ সরকারি নির্দেশ মোতাবেক সকলকে লকডাউন মেনে নিজ ঘরে নিরাপদে থাকার আহবান জানান এবং নবীনগর এলাকার কর্মহীন পরিবার সমূহে তাঁর সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মাহাবুবুল আলম, প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির, ইমন মাস্টার, বোরহান মাস্টার, আলি আকবর মাস্টার, ফিরুজ মেম্বার, আবু নছর মেম্বার, খন্দকার আবুল হাসান, শাহরিয়ার আনিস, বাছির সরকার, সোহেল তানভির, কাউসার আলম, আব্দুল ছালাম ও রেদওয়ান আনসারি অলি প্রমূখ।