Daily Gazipur Online

নবীনগর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের শিব শংকর দাস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচন গত সোমবার কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার ১২টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে হাজার হাজার ভোটারদের উপস্থিতিতে চলে ভোটগ্রহণ। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন, কাউন্সিলর পুরুষ পদে ৬৩ জন এবং সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১৪ জন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট শিব শংকর দাস (নৌকা প্রতিকে)বেসরকারীভাবে ৬৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র বিএনপি থেকে পদত্যাগকারী বিদ্রোহী প্রার্থী মোঃ মাঈনুদ্দিন মাইনু (মোবাইল ফোন) পেয়েছেন ৪২২০ ভোট অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ সরকার পলাশ (কম্পিউটার) পেয়েছেন ৩৭৫২ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাজী মোঃ শাহাবুদ্দিন পেয়েছেন ২১৭৮ ভোট। কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা ১নং ওয়ার্ডে মোঃ আবু হানিফ, ২নং ওয়ার্ডে আবু তাহের, ৩নং ওয়ার্ডে গনিচাঁন মোকসুদ, ৪নং ওয়ার্ডে মোঃ আবু সাঈদ, ৫নং ওয়ার্ডে মোঃ নূরুজ্জামান, ৬নং ওয়ার্ডে মামুন মিয়া, ৭নং ওয়ার্ডে শ্যামল মিয়া, ৮নং ওয়ার্ডে যদুনাথ ঋষি, ৯নং ওয়ার্ডে মোঃ জসিমউদ্দিন। রাতে ভোট গণনা শেষে জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিৎ রায়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে বিজিবি, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়। নির্বাচনে বিজয়ী প্রার্থী এডভোকেট শিব শংকর দাস সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিজয় আমার একার নয়, এ বিজয় জনগনের।