Daily Gazipur Online

নবীনগর প্রেসক্লাবের দুইদিন ব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আমজাদ হোসেন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুইদিনব্যাপী নানাহ কর্মসূচী পালিত হয়েছে। আজ রবিবার প্রেসক্লাব কার্যালয়ে ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক-এর নেতৃত্বে জন্মদিনের কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এর পূর্বে শনিবার নবীনগর প্রেসক্লাবের ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে “মফস্বল সাংবাদিকতা: আমাদের প্রত্যাশা ”শীর্ষক আলোচনাসভায় মূল নিবন্ধ উপস্থাপন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র আ্যাডভোকেট শিব শংকর দাস, জেলাপরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ, জেলাপরিষদ সদস্য অধ্যাপক নূরুন্নাহার বেগম, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, সমাজসেবক ডা. ফুল মিয়া,ডা. মোহাম্মদ সাদেক মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাাদক আলামিনুল হক আলামিন, উপজেলা সাব-রেজিস্টার আবদুল কাদির, প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ,ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো.শহিদুল্লাহ প্রমুখ।