Daily Gazipur Online

নবীনগর প্রেসক্লাবে নব-নির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর প্রেসক্লাবের নব নির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার সকালে নবীনগর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নব নির্বাচিত সভাপতি জালাল উদ্দীন মনির ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফকে তাদের দায়িত্বভার বুঝিয়ে দেন। দায়িত্বপ্রদান অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মাহাবুব আলম লিটন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল নব নির্বাচিত কমিটির শুভ কামনা করে বিদায়ী বক্তব্য প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, মোহাম্মদ হোসেন শান্তি, তাজুল ইসলাম চৌধুরী আরিফুল ইসলাম মিনহাজ, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সহকারী অধ্যাপক আই কে ইব্রাহীম, প্রভাষক দেলোয়ার হোসেন প্রমুখ। দোয়া পাঠ করেন, নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।