Daily Gazipur Online

নবীনগর মলয়া গানের প্রতিযোগিতা

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সর্ব্বধর্ম সমন্বয় সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের মলয়া সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনভর “তোমাকেই খুঁজছে সাতমোড়া” অডিশনের মধ্য দিয়ে বুধবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫টি বিভাগে ৫জন সেরা কন্ঠ বাছাই এবং অংশগ্রহনকারিদের মধ্য থেকে ৯ জনকে মলয়া গানের এ্যালবাম তৈরীর জন্য বাছাই করা হয়। মলয়া গানের এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন’। সংঠনের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। আমন্ত্রিত অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি ইকবাল হাসান, মহর্ষির প্রপৌত্র স্বরূপ রতন দত্ত দয়াল মণি, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু। দুই পর্বের অনুষ্ঠানে রাতে দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরনী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ আহম্মদ হোসেন ফুল মিয়া, অফিসার ইনচার্জ রনোজিত রায়, অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীনসমহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামি ২৫ জানুয়ারি সাতমোড়া আনন্দ আশ্রমে অনুষ্ঠেয় মহর্ষি মনোমোহনের ১৪২ তম জন্মোৎসবে বিজয়ীরা মলয়া গান পরিবেশন করার সুযোগ পাবেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিল্পাঙ্গনের পরিচালক মো. আব্বাস উদ্দিন হেলাল। পরে শিল্পাঙ্গনের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।