নবীনগর সরকারি হাসপাতালে নেবুলাইজেশন কর্ণার স্থাপন

0
207
728×90 Banner

আমজাদ হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কোন উপজেলায় এই প্রথম রোগীদের স্বাস্থ্য সেবার বৃদ্ধির লক্ষ্যে নেবুলাইজেশন কর্ণার ইউনিট চালু করা হয়েছে। এই নেবুলাইজেশন কর্ণারে যারা শ্বাস কষ্টে ভোগছেন সেই সকল শিশু ও সব বয়সের রোগীদের ২৪ ঘন্টা সেবা দেওয়া হবে। ওই কর্ণারে সার্বক্ষনিক একজন ডাক্তার থাকবেন এবং শ্বাস কষ্ট জনিত রোগ শিশু ও সব বয়সের রোগীদের নেবুলাইজিং করানো হবে। মঙ্গলবার (২৪/১২)সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে এই কর্ণার উদ্বোধন করেন,স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলার বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আহম্মেদ হোসেন (ফুল মিয়া)। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডাক্তার মোহাম্মদ হিমেল, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনসহ কর্তব্যরত ডাক্তার স্টাফ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here