নরসিংদীতে অভিনব জালিয়াতি; এমপি বুবলীর হয়ে ‘বিএ’ পরীক্ষা দিচ্ছেন ৮ জন( ভিডিও)

0
294
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: নরসিংদীর তামান্না নুসরাত বুবলী এমপি ঢাকায়, কিন্তু তার পক্ষ হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিয়ে দিচ্ছেন অন্যকেউ। এই পর্যন্ত ভিন্ন ভিন্ন বিষয়ে অন্তত আটজন মেয়ে তার পক্ষে পরীক্ষা দিয়েছেন। সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর এই কাণ্ড এখনো সকলে জানে।
উচ্চশিক্ষার জন্য এমন দুর্নীতির আশ্রয় নিয়েছেন তিনি।একাদশ সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেয়া তথ্য অনুযায়ি মহিলা আসন ২৪ এর সংরক্ষিত সংসদ সদস্য ও সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।
তবে দমে যাওয়ার মেয়ে তিনি না! উচ্চতর শিক্ষা অর্জনের জন্য তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এজন্য তিনি প্রশংসিতও হয়েছিলেন।

এ পর্যন্ত সবই ঠিক ছিলো কিন্তু এই সংসদ সদস্য বিএ পরীক্ষায় পাস করার জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছেন।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্ত চারটি সেমিস্টারের ১৩টি পরীক্ষা অনুষ্ঠিত হলেও তিনি একটিতেও অংশ নেননি। তাতে দোষের কিছু নয়! সমস্যা হলো তার পক্ষে এ পর্যন্ত অন্তত আটজন নারী ওইসব পরীক্ষায় অংশগ্রহণ করেন। সবাই সবকিছু জানতো কিন্তু এমপি’র ভয়ে সবাই ছিলো চোখ বন্ধ করে।
আর পরীক্ষার হলে পাহারা দিত এমপির ক্যাডারবাহিনী।এ ঘটনা ধামাচাপা দিতে নাগরিক টিমকে নানাভাবে প্রভাবিত করেন তার লোকজন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here