Daily Gazipur Online

নরসিংদীতে একদিনে দুইজনের মৃত্যু , ১৪২ জনের করোনা শনাক্ত

নরসিংদী থেকে হলধর দাস: নরসিংদীতে একদিনে সন্দেহজনক দুই রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার(২২/৭/২০২১) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৫ হাজার ৯১৫ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় আরটিপিসিআ ল্যাবে ১৬৫ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয় এবং ১০৪ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৫২ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৫২ দশমিক ৮ শতাংশ।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, রায়পুরায় ১ জন, বেলাব ১১, শিবপুরে ১৯, মনোহরদীতে ৫ ও পলাশে ২০ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৫১৭ জন, শিবপুরে ৫৩৭ জন, পলাশে ৯৭৪ জন, মনোহরদীতে ২৯২ জন, বেলাবোতে ২৮৯ জন ও রায়পুরাতে ৩০৬ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১৬৯ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৫ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১০৪ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৯ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪, পলাশের ৬, বেলাব ৭, রায়পুরা ৮, মনোহরদী ৫ ও শিবপুরে ৯ জন।