Daily Gazipur Online

নরসিংদীতে এলজিইডি’র পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রৈমাসিক সভা

নরসিংদী থেকে হলধর দাস: কৃষি ও মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের দারিদ্র হ্রাসকল্পে ইতিবাচক ভূমিকার অংশ হিসেবে গত মঙ্গলবার(১৪ডিসেম্বর) নরসিংদী জেলা পর্যায়ে উপ-প্রকল্প ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রৈমাসিক অগ্রগতি পর্যালেচনা সভা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনায় এটি ছিল ২য় পর্যায়।
নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জনাব খন্দকার আসাদুজ্জামান এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী, শাহ আলম মিয়া, ডঃ মোঃ সাইদুর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, সেলিনা আক্তার, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি, জেলা সমবায় কর্মকর্তার প্রতিনিধি এবং মনোহরদী, রায়পুরা, পলাশ, শিবপুর, বেলাবো উপজেলার উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট উপজেলার কমিউনিটি অর্গানাইজরগণ, জেলার সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ (ওউঝ), মান নিয়ন্ত্রক বিশেষজ্ঞ (ছঈঊ), ঝঝডজউচ-২ টিমের সদস্যগন ও নরসিংদী জেলার ৮টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও সেক্রেটারিগণ।
উক্ত সভায় সমিতির শেয়ার, সঞ্চয়, রক্ষণাবেক্ষণ তহবিল সংগ্রহ, অডিট, এজিএম, ক্ষুদ্র ঋণ, খাল পূন:খনন, স্ট্রাকচার নির্মান, বৃক্ষ রোপন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তর থেকে আগত প্রতিনিধিগন এলজিইডি’র সহায়তাপ্রাপ্ত এ সকল সমিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং স্বতষ্ফুর্তভাবে পাবসসকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন যাতে সমিতির সদস্যগণ তাদের জীবন যাত্রার মান উন্নয়ন করতে পারেন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তারাও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারেন।