
হলধর দাস,নরসিংদী থেকে : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ জুলাই’২১) বেলা ১২টায় র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি আভিযানিক দল বেলা অভিযান চালিয়ে নরসিংদী মডেল থানাধীন হাজীপাড়া এলাকা থেকে হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আবু সিদ্দিক (৫০) কে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ০১টি মোবাইল উদ্ধার করা হয়। আবু সিদ্দিক রায়পুরা উপজেলার মির্জারচর(বেপারী বাড়ী) গ্রামের প্রয়াত হোসেন আলীর পুত্র।
র্যাব-১১, সিপিএসসি,নরসিংদীর কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, আবু সিদ্দিক নরসিংদী এর রায়পুরা থানার এফআইআর নং-৩০ তারিখ ২৩/০৩/২০১৯, ধারা ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০, তৎসহ ৩ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। আসামী সিদ্দিক দীর্ঘদিন আইন প্রেয়োগকারী সংস্থার ধরা ছোয়ার বাইরে ছিল। উক্ত আসামী গ্রেফতারে বিভিন্ন সংস্থার চেষ্টা অব্যাহত ছিল। যার ফলশ্রুতিতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক ২৩ জুলাই ২০২১ ইং আনুমানিক ১২.০০ ঘটিকার সময় নরসিংদী জেলার মডেল থানাধীন হাজীপাড়া এলাকা হতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।






